টার্মস অ্যান্ড কন্ডিশনস (Terms & Conditions)

“Harbal Care” (হারবাল কেয়ার) একটি ভেষজ ব্র্যান্ড। প্রাকৃতিক উপাদানে তৈরি ভেষজ পণ্যগুলোর মাধ্যমে পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত সুস্থ জীবনধারা গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। ঔষধের বিকল্প হিসেবে শতাব্দী প্রাচীন ভেষজ চিকিৎসাকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সবার কাছে সহজলভ্য করা—এটাই হারবাল কেয়ারের অগ্রযাত্রার লক্ষ্য।

Purpose:
“ন্যাচারাল হার্বসের শক্তি দিয়ে প্রতিটি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনে, সুস্থ ও সুন্দর পৃথিবী গড়ে তোলা।”


(১) তথ্য নিরাপত্তা (Data Privacy & Security)

Harbal Care (হারবাল কেয়ার) আপনার প্রদত্ত ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনার দেওয়া কোন তথ্য Harbal Care-এর টেক পার্টনার ব্যতীত অন্য কোন থার্ড পার্টির নিকট বিক্রি বা হস্তান্তর করা হবে না।

তবে, কোন প্রকার হ্যাকিং, জালিয়াতি বা প্রযুক্তিগত ত্রুটির কারণে তথ্য তৃতীয় পক্ষের নিকট চলে গেলে Harbal Care দায়ী থাকবে না।

এছাড়া, ওয়েবসাইটে ব্যবহারকারীর আচরণ বুঝতে ও বিজ্ঞাপন প্রদর্শনের জন্য আমরা Google Tag Manager, Facebook Pixel প্রভৃতি ট্র্যাকিং টুল ব্যবহার করতে পারি।


(২) ইন্টেলেকচুয়াল প্রোপার্টি (Intellectual Property)

Harbal Care (হারবাল কেয়ার)-এর পণ্যের মোড়ক, বিজ্ঞাপনী উপকরণ, লোগো, ওয়েবসাইটের কনটেন্ট ইত্যাদি—সব ধরনের কপিরাইট সুরক্ষিত।

এসব কন্টেন্ট অনুমতি ছাড়া কপি, পুনঃপ্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কোনো প্রকার স্ক্যাম বা কপি করা কনটেন্ট লক্ষ্য করলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন।


(৩) বিভ্রান্তিকর তথ্য (Misleading Information)

ব্যবহারকারী যদি ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করে তৃতীয় পক্ষ বা প্রতিষ্ঠানের ক্ষতি করে, তার সম্পূর্ণ দায়ভার ব্যবহারকারীর উপর বর্তাবে।

অর্ডার করার সময় অবশ্যই সঠিক নাম, ঠিকানা, ও যোগাযোগের তথ্য প্রদান করুন।
তৃতীয় পক্ষের তথ্য ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই তাদের সম্মতি গ্রহণ করতে হবে।


(৪) থার্ড পার্টি লিংক (Third-party Links)

এই ওয়েবসাইটে YouTube, Facebook বা অন্য প্ল্যাটফর্মের থার্ড-পার্টি লিংক থাকতে পারে।

ব্যবহারকারীকে অনুরোধ করা হচ্ছে—এই লিংকগুলোতে ক্লিক করার পর ব্যক্তিগত তথ্য প্রদান না করার জন্য।
থার্ড-পার্টি সাইটে তথ্য প্রদানজনিত কোন ঝুঁকি বা ক্ষতির জন্য Harbal Care দায়ী থাকবে না।


(৫) পণ্যের মূল্য ও অফার (Pricing & Offers)

Harbal Care (হারবাল কেয়ার) পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো সময় অফার পরিবর্তন, স্থগিত বা বাতিল করতে পারে।

একই ব্যাচের কোনো পণ্যের MRP বৃদ্ধি করে ডিসকাউন্ট দেখানো যাবে না। তবে কাঁচামালের মূল্য পরিবর্তন বা পণ্যের মানোন্নয়নের কারণে ভিন্ন ব্যাচের পণ্যে মূল্য পরিবর্তন হতে পারে।


(৬) অভিন্ন মূল্যে বিক্রয় (Consistent Pricing Policy)

আমাদের ওয়েবসাইট ও শোরুমে পণ্য একই মূল্যে বিক্রয় করা হবে। তবে স্টকের তারতম্য বা প্ল্যাটফর্মভেদে মূল্য সামান্য পার্থক্য হতে পারে—তবুও তা কখনোই MRP-এর বেশি হবে না।

যদি একই ব্যাচের কোনো পণ্যে ভিন্ন মূল্য লক্ষ্য করেন, দয়া করে আমাদের Facebook Messenger বা ইমেইলের মাধ্যমে অবগত করুন।


(৭) নীতিমালা লঙ্ঘন সংক্রান্ত অভিযোগ (Legal Compliance)

যদি আপনি আমাদের কার্যক্রমে কোনো আইনসঙ্গত নয় এমন কিছু লক্ষ্য করেন, অনুগ্রহ করে আমাদের জানাতে দ্বিধা করবেন না।
আমরা বিষয়টি গুরুত্বের সাথে পর্যালোচনা করব।


যোগাযোগের তথ্য (Contact Information)

Official Number: 01716-931587
Email: admin@harbalcare.com
Website: www.harbalcare.com


উপরোক্ত সকল শর্তাবলী মেনে আপনি এই ওয়েবসাইটটি ব্যবহার করছেন।
হারবাল কেয়ার টিমের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ। 🌿

Shopping Cart